ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

খুলনায় সেমিনার

দ্রুত বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় দাবি

জাতীয়

প্রকাশিত: ১২:২০, ২৫ এপ্রিল ২০২৫

সর্বশেষ

দ্রুত বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় দাবি

বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমেই স্বাধীন, মুক্ত ও ন্যায়বিচার সম্ভব। সাধারণ মানুষ বঞ্চিত অধিকার ফিরে পেতে বিচার বিভাগের স্বাধীনতার কোন বিকল্প নেই। এমন বক্তব্য বিচারক, আইনজীবী, মানবাধিকার কর্মী এবং বিচার সংশ্লিষ্টদের। গত বুধবার খুলনা জেলা আইনজীবী সমিতিতে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় স্বতন্ত্র সচিবালয়ের ভূমিকা শীর্ষক এক সেমিনারে এমন মত প্রকাশ করে তারা।

আলোচকরা বলেন ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীনতার পরেও যে সরকারি ক্ষমতায় আসেনা কেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তালবাহানা করেছে। বিচার বিভাগের স্বাধীনতা না থাকার কারণে জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে স্বতন্ত্র বিচার বিভাগ প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।

বক্তারা বলেন, বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চত না হলে প্রকৃত বিচারিক স্বাধীনতা সম্ভব নয়। বর্তমানে বিচার বিভাগ প্রশাসনিকভাবে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণাধীন থাকায় বিচারক নিয়োগ, বদলি, পদোন্নতি ও বাজেট ব্যবস্থাপনায় নির্বাহী বিভাগের প্রভাব বিদ্যমান।

তারা আরও বলেন, সংবিধানের ২২ অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চত করা রাষ্ট্রের দায়িত্ব। এ অবস্থায় দ্রুত একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা হলে বিচার বিভাগ নিজস্ব প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে পারবে, যা বিচারপ্রার্থী সাধারণ মানুষের জন্য আরও দ্রুত কার্যকর ও স্বচ্ছ সেবা নিশ্চত করবে।

খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী বলেন, বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় মাধ্যমেই স্বাধীন, মুক্ত ও ন্যায়বিচার সম্ভব।সাধারণ মানুষ বঞ্চিত অধিকার ফিরে পেতে বিচার বিভাগের স্বাধীনতার কোন বিকল্প নেই।

জেলা আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট মো: আব্দুল্লাহ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট শেখ নুরুল হাসান রুবার সঞ্চালনায় সেমিনারে কি-নোট উপস্থাপন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন সভাপতি মো: আমিরুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন মহানগর দায়রা জজ মো: শরীফ হোসেন হায়দার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল ইসলাম, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকরাম হোসেন, বার কাউন্সিলের সদস্য এডভোকেট আব্দুল মালেক, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস, দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরোপ্রধান মো: রাশিদুল ইসলাম, খুলনা জেলা আইনজীবী সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোল্লা মাসুম রশীদ, সুজন’র খুলনার সম্পাদক এডভোকেট কুদরত-ই-খুদা।

এদিকে, বরিশাল বিভাগে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ২৬ এপ্রিল সকাল ১০টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এস. এম. শরিয়ত উল্লাহ।

তিনি জানান, সভার উদ্দেশ্য হলো জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ জাতির সামনে এসেছে সেই সুযোগকে কাজে লাগানো। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে এরই মধ্যে বেশ কিছু কাজ হয়েছে। এরই মধ্যে বিচারকদের মতামত সংগ্রহ করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবনা বিচার বিভাগ সংস্কার কমিশনে জমা দেয়া হয়েছে।

জনপ্রিয়