ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১২ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের আহ্বান জামায়াত আমিরের

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১, ২৫ এপ্রিল ২০২৫

সর্বশেষ

নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের আহ্বান জামায়াত আমিরের

নারী অধিকারের নামে ‘নারী সংস্কার কমিশন’ কিছু সুপারিশ পেশ করেছে যা ঈমান ও সুন্নাহর সম্পূর্ণ খেলাফ, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জামায়াতে ইসলামি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় জামায়াত আমির বলেন, যারা এই সুপারিশ করেছেন, তারা এ দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, দেশে ফিরে বিলম্ব না করে প্রথমেই এ কাজটা বাতিল করবেন। আর যদি এরকম কোন কমিশন করতেই হয়, তাহলে সকল শ্রেণি পেশা, দল এবং আদর্শের মানুষকে নিতে হবে। সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব করতে হবে।

এ সময় নির্বাচন কমিশনের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিক, তাতে মানুষের উপকার হবে। সেই সঙ্গে কমিশনের এসিড টেস্টও পরীক্ষা হয়ে যাবে, তারা কতোটা গ্রহণযোগ্য ও নিরপেক্ষ।

জনপ্রিয়