ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বরিশাল-খুলনা-যশোর ও ফরিদপুরে ব্ল্যাক আউট!

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৭, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:৫২, ২৬ এপ্রিল ২০২৫

সর্বশেষ

বরিশাল-খুলনা-যশোর ও ফরিদপুরে ব্ল্যাক আউট!

খুলনা, যশোর, ফরিদপুর ও বরিশাল এলাকায় বিদ্যুতের ব্ল্যাক আউট হয়েছে। ওই অঞ্চলের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান প্রকৌশলী আবু হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার বিকেলে ব্লাকআউটের ঘটনা ঘটেছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন এলাকার মধ্যে শুধু কুষ্টিয়া অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক ব্ল্যাক আউটের কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। 

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ হায়দার আলী বলেছেন, প্রাথমিকভাবে আমিনবাজার-গোপালগঞ্জ গ্রিডের সমস্যার কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা থেকে ধীরে ধীরে চালু করা হয়।

এর আগে, ২০২২ খ্রিষ্টাব্দের ৪ অক্টোবর দেশের পূর্ব ও মধ্যাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। দুপুরে ব্ল্যাকআউট হয়ে দেশের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিকেলে পর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ দিতে মধ্যরাত গড়িয়ে যায়। ওই ঘটনার পর ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়। উৎপাদনের চেয়ে চাহিদা বেশি হওয়ায় ওই ব্ল্যাকআউটের ঘটনা বলে জানানো হয়।

চাহিদা বেড়ে গেলে লাইন বন্ধ করে দিয়ে সামাল দেয়া হয়, এ জন্য কাজ করে থাকে এনএলডিসি (ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টার)। তারা কেনো এটি সামাল দিতে পারেনি সেই প্রশ্ন উঠেছিলো তখন। এবারের ব্ল্যাক আউটের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জনপ্রিয়