
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, রোহিঙ্গাদের বছরের পর পর আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ ও তার জনগণকে আমাদের ধন্যবাদ জানানো উচিত। কিন্তু রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে কোনো কাজ নেই, তারা সম্পূর্ণরূপে মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল। যা তাদের জীবনযাপনকে ক্রমশ অনিশ্চিয়তার দিকে ঠেলে দিচ্ছে। এসব শরণার্থীদের অর্ধেকের বয়স ১৮ বছরের কম।
সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
বিবৃতিতে ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বলতে চাই, তারা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হলেও ইন্টারনেটের মাধ্যমে পুরো বিশ্বের সঙ্গে যুক্ত। এতে অবাক হওয়ার কিছু নেই যে, সুযোগের সন্ধানে তারা বিপজ্জনক সমুদ্রে ঝাঁপ দিতে পারেন। অথবা উর্বর মাটির জন্য যোদ্ধা নিয়োগ করতে পারেন।
রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাখাইন রাজ্যের সংঘাতে জড়িত পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করে সেখানে সমাধানের চেষ্টা করছে। যেখানে সেটি সঠিক।