ক্ষেত ভরা ফসল, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, কলসী কাঁখে গাঁয়ের বধু জল আনতে যাওয়া। গোধুলী লগ্নে সোনালী আকাশে ধুলো উড়িয়ে চলা। ওসব এখন অতীত। আবহাওয়ার বেসামাল বিচরণ মনুষ্য জীবের জন্য এক অশনি সংকেতের নাম জলবায়ুর পরিবর্তন। চিরায়ত ছায়া সুনিবিড় শান্ত গ্রামীণ ঐতিহ্যমণ্ডিত জীবনধারাকে করেছে দূরাহত। দীর্ঘ জীবনের কৃষি পরিণত হয়েছে দীর্ঘশ্বাসে।
আগামী তিন দশকে আমাদের খাদ্যের চাহিদা বাড়বে ৮০ শতাংশ। কমবে কৃষিজমি। আবার কৃষকদের এই প্রজন্ম প্রবীণ জনগোষ্ঠীতে পরিণত হয়েছে।
তরুণেরা কৃষি ও কৃষিকাজে আগ্রহী নয়। এই অবস্থায় সুস্থ ও সবল সমাজ ধরে রাখতে, সবার মুখে খাবার তুলে দিতে কৃষির উৎপাদন বাড়াতে হবে, তরুণ প্রজন্মকে কৃষিতে আগ্রহী করে তুলতে হবে। শুধু আগ্রহী নয় অংশীদারিত্ব বাড়াতে হবে, সর্বোপরি উদ্যোক্তা তৈরি করতে হবে। তবে এ কাজে ডিজিটাল কৃষির কোনো বিকল্প নেই।
আমাদের ভুলে গেলে চলবে না একটা সময় শ্রীলঙ্কায় খাদ্য আমদানি করতে গিয়ে বৈদেশিক মুদ্রার মজুত লক্ষণীয় মাত্রায় হ্রাস পেয়েছিলো।। আমরাদের ও অভিজ্ঞতা আছে দেখেছি, টাকা থাকলেও সংকটকালে বিশ্ববাজার থেকে খাদ্য আমদানি কতোটা কঠিন। তাই নিজেদের খাদ্য আমাদের নিজেদের উৎপাদন করতে হবে। তাই উৎপাদন বাড়ানো ও কৃষিকে এগিয়ে নেয়ার সব উপায় ব্যবহার করতে হবে।
কৃষি হলো ফসল উৎপাদন, পশুপালন, মৎস্য চাষ, এবং বনায়ন সম্পর্কিত কার্যক্রম। এটি মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এবং খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে অপরিহার্য।
জমি চাষ ও ফসল উৎপাদন, প্রাণিসম্পদ পালন, পরিবেশবান্ধব পদ্ধতিতে কৃষি কার্যক্রম।
আমরা কেনো কৃষি নির্ভর, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের দেশের ভৌগোলিক, জনসংখ্যাগত এবং ঐতিহাসিক পরিস্থিতি বিবেচনা করতে হবে। আমাদের দেশ নদীমাতৃক দেশ, যেখানে প্রায় ৭০০ নদী প্রবাহিত হয়েছে। বন্যা, বর্ষা, এবং উর্বর পলিমাটির কারণে এ দেশের মাটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। আবার প্রাকৃতিকভাবে উষ্ণ জলবায়ু ও পর্যাপ্ত বৃষ্টিপাত কৃষি কার্যক্রমে সহায়ক। দেশের প্রায় ৪০ শতাংশ শ্রমশক্তি কৃষি খাতে নিয়োজিত। গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা অর্জনের প্রধান উৎস কৃষি। অর্থনীতির একটি বড় অংশ এখনো কৃষির ওপর নির্ভরশীল।
কৃষিজ পণ্যের রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের খাদ্য চাহিদার একটি বড় অংশ স্থানীয় কৃষি উৎপাদনের মাধ্যমে পূরণ হয়। ধান বাংলাদেশের প্রধান খাদ্য, যা কৃষির মাধ্যমে সরবরাহ করা হয়। আমাদের গ্রামীণ সমাজের জীবনযাত্রা, উৎসব, এবং অর্থনৈতিক কার্যক্রম কৃষিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রথাগত চাষাবাদ পদ্ধতি এ দেশের মানুষের ঐতিহ্যের অংশ। প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি খাত হুমকির মুখে পড়লেও স্থানীয় জনগোষ্ঠী এর সঙ্গে অভিযোজিত হয়ে চাষাবাদ চালিয়ে যাচ্ছে। পাট বাংলাদেশকে ‘সোনালী আঁশের দেশ’ হিসেবে খ্যাতি এনে দিয়েছে। গ্রামীণ অঞ্চলে কৃষি কার্যক্রম দারিদ্র্য হ্রাস এবং কর্মসংস্থান বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করে আসছে।
জলবায়ুর পরিবর্তন বলতে বোঝায় দীর্ঘ সময় ধরে বৈশ্বিক বা আঞ্চলিক জলবায়ুর গড় অবস্থার পরিবর্তন। এটি স্বাভাবিকভাবেই ঘটতে পারে, তবে সাম্প্রতিক সময়ে মানবসৃষ্ট কার্যকলাপ, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বনভূমি উজাড়, এবং শিল্প দূষণ, এই পরিবর্তনের মূল কারণ হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তন হলো পৃথিবীর আবহাওয়ার দীর্ঘকালীন পরিবর্তন। এক কথায় বলতে গেলে, পৃথিবী ধীরে ধীরে গরম হয়ে উঠছে। এই পরিবর্তনটি কয়েক দিন বা কয়েক সপ্তাহের জন্য নয়, বরং বছরের পর বছর ধরে ঘটছে।
জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। লবণাক্ত পানি ফসলি জমিতে প্রবেশ করে মাটির উর্বরতা হ্রাস করছে। ধান, গম, এবং অন্যান্য প্রধান ফসলের উৎপাদন কমছে। উত্তর-পশ্চিমাঞ্চলে খরার প্রকোপ বাড়ছে, যা সেচনির্ভর কৃষিকে ব্যাহত করছে। বর্ষাকালে অনিয়মিত বা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কৃষকেরা সঠিক সময়ে চাষাবাদ করতে পারছে না। বর্ষাকালে অতিরিক্ত বন্যার কারণে ফসল তলিয়ে যাচ্ছে এবং কৃষি জমি ধ্বংস হচ্ছে। বন্যার পানি জমে জলাবদ্ধতা তৈরি করে, যা চাষযোগ্য জমির পরিমাণ কমিয়ে দিচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি ধান, গম, এবং অন্যান্য শস্যের ফলনে নেতিবাচক প্রভাব ফেলছে। উষ্ণতার কারণে কীটপতঙ্গ ও রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, যা ফসলের ক্ষতি করছে।
জলবায়ু পরিবর্তনের ফলে নতুন ধরনের ফসলের রোগ এবং কীটপতঙ্গের আক্রমণ বাড়ছে। কীটনাশক এবং রোগ নিরোধক ওষুধের প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছে, যা কৃষকদের জন্য ব্যয়বহুল। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং নদী ভাঙনের কারণে উপকূলীয় এলাকায় কৃষি জমি কমে যাচ্ছে। বন্যা ও লবণাক্ততার কারণে অনেক জমি পরিত্যক্ত হয়ে পড়েছে। খরার কারণে সেচের জন্য পানির প্রাপ্যতা হ্রাস পাচ্ছে। পানির অপর্যাপ্ততার কারণে চাষাবাদ ব্যাহত হচ্ছে। ফসল উৎপাদনে সমস্যা হওয়ার কারণে কৃষকেরা তাদের আয় হারাচ্ছে। অনেক কৃষক বাধ্য হয়ে গ্রাম থেকে শহরে অভিবাসন করছে।
কৃষি এবং জলবায়ু একে অপরের সঙ্গে অত্যন্ত গভীরভাবে সম্পর্কিত। আসলে, কৃষি হলো প্রকৃতির একটি প্রক্রিয়া যেখানে মানুষ জলবায়ুর ওপর নির্ভর করে ফসল উৎপাদন করে। জলবায়ুর সামান্য পরিবর্তনও কৃষি উৎপাদন, কৃষকদের জীবন ও অর্থনীতিতে বিরাট পরিবর্তন আনতে পারে। প্রতিটি ফসল নির্দিষ্ট তাপমাত্রায় সবচেয়ে ভালোভাবে বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির কারণে কিছু ফসল দ্রুত বেড়ে উঠতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে ফলন কমে যায়। উচ্চ তাপমাত্রা ফসলের ফুল ফোটা এবং ফল ধরা প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। ফসলের জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টিপাতের পরিমাণ ও সময়ের অনিয়মিত পরিবর্তন কৃষকদের জন্য সমস্যা সৃষ্টি করে।
অতিবৃষ্টি বা বৃষ্টির অভাব উভয়ই ফসলের ক্ষতি করে। বৃষ্টিপাত ও তাপমাত্রা মাটির আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। লবণাক্ততা বা মাটির আর্দ্রতা কমে গেলে চাষযোগ্য জমি কমে যায়। ঘূর্ণিঝড়, বন্যা, খরা এবং তাপপ্রবাহ কৃষি উৎপাদনে বড় ধরনের ক্ষতি করে। জলবায়ু পরিবর্তনে এ ধরনের দুর্যোগের তীব্রতা বেড়েছে। কৃষি মৌসুম নির্ধারণে তাপমাত্রা ও বৃষ্টিপাতের পূর্বাভাস গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি মৌসুমের সময় বদলে যাচ্ছে, যা কৃষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাপমাত্রা এবং আর্দ্রতার পরিবর্তন পোকামাকড় ও রোগের বিস্তার বাড়ায়।
জলবায়ুর পরিবর্তনের কারণে কৃষি খাতকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। কারণ, এটি সরাসরি আবহাওয়া ও জলবায়ুর ওপর নির্ভরশীল। ফসল উৎপাদন, পানি সরবরাহ, মাটির উর্বরতা, এবং কৃষি পোকামাকড় নিয়ন্ত্রণ--সবকিছুই জলবায়ুর পরিবর্তনের প্রভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। কৃষি একটি এমন খাত যেখানে প্রকৃতির ওপর নির্ভরতা অত্যন্ত বেশি। জলবায়ুর সামান্য পরিবর্তনও ফসলের উৎপাদন, কৃষকদের জীবন ও অর্থনীতিতে বিরাট পরিবর্তন আনতে পারে।
কৃষি উৎপাদনে বৃষ্টি, সূর্যের তাপ, এবং তাপমাত্রার ওপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে, যা ফসলের বৃদ্ধিতে সমস্যা সৃষ্টি করছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে ফসলের ফলন কমে যাচ্ছে এবং ফসলের বৃদ্ধি চক্র বিঘ্নিত হচ্ছে। বন্যার কারণে ফসল ডুবে যায় এবং কৃষি জমি উর্বরতা হারায়। খরা এবং পানির অভাবে সেচব্যবস্থা ব্যাহত হচ্ছে, যা ফসল উৎপাদনকে হুমকির মুখে ফেলছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে লবণাক্ততা বাড়ছে, যা মাটির উর্বরতা নষ্ট করছে। উপকূলীয় অঞ্চলের ফসল উৎপাদন তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনিয়মিত বৃষ্টিপাত এবং অতিবৃষ্টির কারণে মাটির ওপরের উর্বরস্তর ধুয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে মাটির গঠন ও পুষ্টিমান পরিবর্তিত হচ্ছে। তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তনে নতুন ধরনের পোকামাকড় ও রোগের প্রাদুর্ভাব ঘটছে। কীটপতঙ্গের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কৃষকদের কীটনাশক ব্যবহারের ব্যয় বেড়ে যাচ্ছে। নির্ধারিত মৌসুমে বৃষ্টি না হওয়া বা বরফ গলার মতো ঘটনা কৃষকদের সঠিক সময়ে চাষ করতে বাধাগ্রস্ত করছে। ফসল কাটার সময় অনিয়মিত ঝড়-বৃষ্টি ফসলের ক্ষতি করছে। দীর্ঘমেয়াদে তাপমাত্রা বৃদ্ধি ও অনিয়মিত আবহাওয়া ফসলের বৈচিত্র্য ও চাষযোগ্য জমির পরিমাণ কমিয়ে দিচ্ছে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানি প্রবেশ করায় স্থায়ীভাবে জমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে।
দেশের মোট জমির প্রায় ৬০ শতাংশ কৃষিকাজে ব্যবহৃত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে দেশের কৃষি উৎপাদন প্রতি বছর প্রায় ১-২ শতাংশ হ্রাস পাচ্ছে। ২০৫০ খ্রিষ্টাব্দের মধ্যে খাদ্য উৎপাদন কমে যাওয়ার শঙ্কা রয়েছে, বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে। বাংলাদেশ, মিয়ানমার ও আফ্রিকার দেশগুলো এই প্রভাবের মুখে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বিশ্বের সবচেয়ে অসচ্ছল ২০ শতাংশ মানুষ তাদের আয়ের ৭০ শতাংশ খাদ্যের জন্য ব্যয় করে।
আমরা কৃষি নির্ভর দেশ, কারণ দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক কাঠামো এবং জনগণের জীবনযাত্রা কৃষির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের জীবনের মান উন্নত করতে কৃষি খাতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে ১৮টি কৃষি সংস্থা আছে যারা সরাসরি কৃষির সঙ্গে জড়িত। তবুও আমরা প্রদর্শনী প্লটের জন্য সাইনবোর্ড ব্যবহার করছি। কিন্তু না, যতো দিন না প্রতিটি কৃষকের প্লটকে সাইনবোর্ড ছাড়া প্রদর্শনী হিসেবে উপস্থাপন করতে না পারবো। ততোদিন বলতে পারবো না স্মার্ট কৃষি ব্যবস্থার উন্নয়ন হয়েছে। কৃষি ও কৃষক কে বাঁচাতে হবে। তবেই জলবায়ুর পরিবর্তনে আমরা নিজেদের অস্তিত্ব খুজে পাবো।
লেখক: উন্নয়ন সহযোগী সংস্থায় কর্মরত