আমি রংপুর সিটি কলেজের প্রভাষক। আমার যমজ বচ্চার সরকারি স্কুলে ভর্তির জন্য প্রজ্ঞাপন অনুযায়ী তৃতীয় শ্রেণিতে আবেদন করি। নিয়মানুযায়ী যমজ বাচ্চার জন্য আবেদন করতে হয় একটি। আবেদনে দুটি বাচ্চার বিআইডি দিতে হয় এবং আমি যথাযথভাবে অনলাইনে এ আবেদন করি। প্রজ্ঞাপন অনুযায়ী ফলাফল আসার কথা টুইন অথবা টুইন পেয়ার-এ, কিন্তু তা না হয়ে আসে জেন-এ (মেরি লিস্ট-৮৭)। এটা অবশ্য সফটওয়ারেরও ত্রুটিগত কারণ হতে পারে, যার ফলে একটি বাচ্চা ভর্তির সুযোগ পায়। অন্যটি নিয়ে পড়ি হতাশায়।
এ অবস্থায় আমি বগুড়া জেলা প্রশাসক সঙ্গে সাক্ষাৎ করি। জেলা প্রশাসক আমাকে একটি বাচ্চা ভর্তি করতে বলেন। আরেকটির জন্য তিনি জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বলেন। পরামর্শ অনুযায়ী একটি বাচ্চাকে ভর্তি করি এবং অপর বাচ্চার জন্য আমি জেলা প্রশাসক বরাবর আবেদনও করি। কিন্তু এখন পর্যন্ত আমি বাচ্চার ভর্তির কোনো সুযোগ পায়নি।
আমি কি অপর বাচ্চার ভর্তিদানে সুযোগ পেতে পারি? উল্লেখ্য, আমার বাচ্চা বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চান্স পায়। বিষয়টি আমি দৈনিক শিক্ষাডটকমের মাধ্যমে বিনীতভাবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। একই সঙ্গে বগুড়া জেলা প্রসাশক ও মাউশি অধিদপ্তরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমার অপর বাচ্চাটি ভর্তির সুযোগ পায়।
লেখক: প্রভাষক রংপুর সিটি কলেজ, রংপুর