ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আইন নিয়ে ভিন্নধর্মী সাংবাদিকতার পথিকৃৎ

মতামত

আলমগীর মুহাম্মদ ফারুকী, আমাদের বার্তা

প্রকাশিত: ০৮:০০, ১১ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:২৩, ১১ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

আইন নিয়ে ভিন্নধর্মী সাংবাদিকতার পথিকৃৎ

আইনের ছাত্র না হয়ে আইনের জগতকে জয় করার, এই অঙ্গনের একজন হয়ে ওঠার দুঃসাহস কেউ দেখাতে চায় না, চাইলেও অনেকে পারে না। তিনি দেখিয়েছেন, জয় করেছেন। সাম্প্রতিক সময়গুলোতে বিশেষায়িত শিক্ষার ডামাডোলে এটা বিরল, সমগ্র পৃথিবীতে এটা একটা অনন্য উদাহরণ।

তাঁর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিলো। ভদ্র, বিনয়ী একজন। অগাধ পাণ্ডিত্যে মুগ্ধ হয়েছি বারবার। আইন সম্পাদকীয় দিয়ে, আইনের কলাম লিখে আইন অঙ্গনের বাইরের পাঠককে মুগ্ধ করার কৌশলটি তাঁর আবিষ্কার। আইন নিয়ে ভিন্নধর্মী সাংবাদিকতার পথিকৃৎ তিনি। আইন অঙ্গনের কেউ না হওয়া সত্ত্বেও এই জগতের মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্যতা বা ক্ষমতা সবার থাকে না। তিনি এটা পেরেছেন। সেই দুর্লভ প্রতিভাবান সাহসী সাংবাদিক মিজানুর রহমান খান চলে গেলেন পরপারে। আমরা শোকাহত। মহান আল্লাহর নিকট তাঁর জন্য প্রার্থনা করছি।

কোভিড (করোনা ভাইরাস) সময়গুলোতে বেশ কিছুদিন ধরে দুর্ভাগ্য আমাদের তাড়া করে ফিরছে। কিছুদিন আগে আরেক দিকপাল আইন কমিশনের সাবেক সদস্য ড. মো. শাহ আলম স্যারের মৃত্যুতে তিনি লিখেছিলেন- ‘তিনি (শাহ আলম স্যার) দূর আকাশের তারা হলেন। তাঁর চলে যাওয়া একটি সত্যিকারের শূন্যতা। তিনি জ্ঞানী ছিলেন। কিন্তু নীতি–নৈতিকতাবিবর্জিত জ্ঞানী ছিলেন না। বুদ্ধি তাঁর ব্যক্তিগত স্বার্থকে গভীরতর করার কাজে ব্যবহৃত হয়নি। সত্য প্রকাশে তিনি যথাসম্ভব অকপট ছিলেন। একজন বিনয়ী, নিরহংকার, মিতভাষী ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল মানুষের প্রতিচ্ছবি ছিলেন তিনি। আমরা একটা প্রচণ্ড বৈরী ও ক্ষয়ানুকূল সময় অতিক্রম করছি, যেখানে আদর্শবাদী মানুষের বড় আকাল। তাঁর প্রস্থানে বাংলাদেশ একজন আলোকিত মানুষ হারালো। একজন সাদা মনের মানুষ হারালো।” মিজানুর রহমান খান নিজের আয়নায় হয়তোবা স্যারকে দেখেছেন। ঠিক কিছুদিন অতিক্রান্তে তিনি আজকে আলোচনা ও শোকের বিষয়বস্তু হয়ে গেলেন। এটিই জীবনের গতি ও গন্তব্যের সুনির্দিষ্টতা।

মানুষ মারা যায়। সবাই হা হুতাশ করে, তারপর ভুলে যায়। ক্ষমতা, প্রতিপত্তিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে অনেককেই মায়াকান্না করতে দেখি। মিজানুর রহমান খানের ক্ষেত্রে তার বিপরীতটাই সত্য। তাঁর কাছ থেকে পার্থিব প্রাপ্তির কোনো সুযোগ ছিলো না, বর্তমানে তার সম্ভাবনাও নেই। অথচ কোনো এক শূন্যতার অনুভবে পুরো আইন অঙ্গন যেনো কাঁদছে।

এদেশের বিচারব্যবস্থা নিয়ে যুক্তি ও তথ্যনির্ভর লিখা কম দেখা যায়। মায়া ও হৃদয়ের ভালবাসা দিয়ে অনেকেই সঠিক ও সত্য কথা বলতে চায় না। ঘুরিয়ে পেঁচিয়ে লিখে সবাই। এক্ষেত্রে তিনি ছিলেন ব্যতিক্রম। তাই এমন ব্যক্তিত্বের এরূপ অসময়ের অনাকাঙ্ক্ষিত বিদায়ে তাঁর মতো করেই আমরা বলতে চাই-‘সাংবাদিক মিজানুর রহমান খান, আপনি চলে গেলেন খুব তাড়াতাড়ি। আপনি দূর আকাশের তারা হয়ে গেলেন। আপনার চলে যাওয়া একটি সত্যিকারের শূন্যতা। আপনি জ্ঞানী ছিলেন। কিন্তু নীতি–নৈতিকতাবিবর্জিত জ্ঞানী ছিলেন না। আপনাকে আমাদের খুব প্রয়োজন ছিলো। আপনার মতো এতো দরদ দিয়ে আইন জগতের কথা লেখার লোক আর হয়তো আসবে না”।

লেখক: সাংবাদিক

আইন নিয়ে ভিন্নধর্মী সাংবাদিকতার পথিকৃৎ

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

জনপ্রিয়