ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মৃত্যুর পর কাফেররা যেই কারণে আফসোস করবে

মতামত

মাওলানা শামসুল আরেফীন

প্রকাশিত: ১৭:৪০, ১৭ এপ্রিল ২০২৫

সর্বশেষ

মৃত্যুর পর কাফেররা যেই কারণে আফসোস করবে

প্রতিটি সৃষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মানুষও তার ব্যতিক্রম নয়। মৃত্যুর পরবর্তী জীবনে মানুষ আফসোস করবে, কিন্তু সেই আফসোস কোনো উপকারে আসবে না। তাই সকলের উচিত, সময় থাকতে পরকালীন জীবনের জন্য নিজেকে প্রস্তুত করা এবং কোরআন সুন্নাহ থেকে শিক্ষা নিয়ে যাপিত জীবনকে ইসলামের পথে ব্যয় করা।

পরকালে অবাধ্যতাকারীরা নিজেদের কৃতকর্ম দেখে  ভয় পেয়ে যাবে। আর তাদের  ওপর ঘোর অমানিশার মতো নেমে আসা শাস্তি থেকে বাঁচতে তারা তীব্রভাবে আকাঙ্ক্ষা করবে। আল্লাহ তায়ালা বলেন— আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; সেই দিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফের বলবে, ‘হায়, আমি যদি মাটি হতাম। (সুরা নাবা: ৪০)

কাফের ব্যক্তিরা আরও আফসোস করবে যখন তারা নিজেদের আমলনামা প্রত্যক্ষ করবে। আল্লাহ তায়ালা বলেন— যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবে: হায় আমায় যদি আমার আমলনামা না দেয়া হতো। আমি যদি না জানতাম আমার হিসেব ! হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হতো। (সুরা হাক্কাহ: আয়াত ২৫-২৭)

তারা দুনিয়ার জীবন নিয়ে আফসোস করবে। জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া পর্যন্ত তারা এসব বলতে থাকবে। তখন তারা চিৎকার করে বলতে থাকবে : আমার ধন-সম্পদ আমার কোনো উপকারে এলো না। আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। ফেরেশতাদের বলা হবে- এদের ধর, গলায় বেড়ি পরিয়ে দাও। অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে। অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে। নিশ্চয় সে মহান আল্লাহকে বিশ্বাস করত না। আর মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করত না। অতএব, আজকের দিন এখানে তার কোনো সুহৃদ নেই। আর কোনো খাদ্য নেই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত। গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। (সুরা হাক্বকাহ :আয়াত ২৮-৩৭)

অবিশ্বাসীরা পরকালের ভয়াবহ পরিণতি দেখে আফসোস করে বলবে- আমরা কেন দুনিয়াতে নবুয়তের স্বীকৃতি দেইনি? রাসুলকে বাদ দিয়ে আমরা যদি অন্যকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তবে আমাদের এ করুণ পরিণতি হতো না। আল্লাহ তায়ালা তাদের সেই কথাগুলো কোরআন মাজিদে উদ্ধৃত করে বলেন— হায়! আমরা যদি আল্লাহ তায়ালার আনুগত্য করতাম ও রাসুলের আনুগত্য করতাম। (সুরা আহজাব: ৩৪-৬৬)

সেদিন এসব অবিশ্বাসীরা আল্লাহর কাছে তাদের নেতা তথা পথভ্রষ্টকারীদের ব্যাপারে অভিযোগ করবে আর তাদের দ্বিগুণ শাস্তির আবেদন করবে। আল্লাহ তায়ালা বলেন— তারা আরও বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম, অতঃপর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের পালনকর্তা! আপনি তাদের দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের মহা অভিসম্পাত করুন। (সুরা আহজাব: ৬৭-৬৮)

অবিশ্বাসীরা প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর অনুসরণ না করে তাদের নেতাদের অনুসরণ করার কারণে পরকালে আফসোস করবে। আর বলবে, আমরা দুনিয়াতে কেন বিশ্বনবীকে অনুসরণ করিনি! সেদিন তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করার  আকাঙ্ক্ষা পোষণ করবে। আল্লাহ তায়ালা আমাদেরকে বুঝার তাওফিক দান করেন। আমিন।

লেখক: শিক্ষক, প্রান্ধিক ও ছড়াকার

জনপ্রিয়