তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষ, আহত অর্ধশত
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে কোনো একটি বিষয় নিয়ে পূর্ব তেঘরিয়া গ্রামের আব্দুল মজিদের সঙ্গে একই গ্রামের তাহের মিয়ার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন।