‘বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক, মুক্তিযুদ্ধেও আমরা এক’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শুরু হয়েছে ‘দশম ইন্দো-বাংলা ক্রস বর্ডার আন্তর্জাতিক সাইকেল র্যালি’। গত বৃহষ্পতিবার থেকে এ র্যালি শুরু করেছে ‘১০০ মাইলস’ ভাষা সূত্র টিম, যা চলবে আগামী ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত।
জানা যায়, গত বৃহষ্পতিবার কলকাতা প্রেসক্লাবের সামনে থেকে এ র্যালি শুরু করেন ‘১০০ মাইলস’ ভাষা সূত্র টিম। ইতোমধ্যে যাত্রাপথে ভারতের উত্তর ২৪ পরগনার সোদপুর, বারাসাত হয়ে গতকাল শুক্রবার তারা বেনাপোল পৌঁছেছেন। আজ শনিবার বেনাপোল থেকে মাগুরা যাবেন তারা। এরপর ১৮ ফেব্রুয়ারি মাগুরা থেকে ফরিদপুর, ১৯ ফেব্রুয়ারি ফরিদপুর থেকে ঢাকা পৌঁছাবেন। ২০ ফেব্রুয়ারি ঢাকায় অবস্থানের পর ২১ ফেব্রুয়ারি ভোরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারা। সাইকেলে সাতদিনে ৩৫০ কিলোমিটারের বেশি ভ্রমণ করবেন এ ভাষাপ্রেমীরা।
প্রসঙ্গত, ২০১২ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর ১৫ ফেব্রুয়ারি এ র্যালি শুরু করে ভাষা সূত্র টিম। ২১শে ফেব্রুয়ারি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে র্যালি শেষ হয়।