ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে অধ্যাপক ফয়েজের পদত্যাগ

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ০৯:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ০৯:১৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে অধ্যাপক ফয়েজের পদত্যাগ

দেশের স্বাস্থ্য খাতে সংস্কারবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ডা. এম এ ফয়েজ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে অধ্যাপক ডা. ফয়েজ গণমাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

 তিনি বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি, মেইলের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।

এর আগে গত ৪ সেপ্টেম্বর দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার, চিকিৎসা সেবার গুণগত মানোন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করা হয়। ১১ সদস্যের এই প্যানেলের সভাপতি করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজকে। কমিটি গঠনের পর থেকেই নানা সমালোচনা শুরু হয়।  

জনপ্রিয়