সচিবালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য রাষ্ট্র, শিক্ষার্থী ও জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে সাধারণ আনসার সদস্যদের পরিবারের সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আনসার সদস্য ইব্রাহিম আলীর বড় ভাই ইউসুফ আলী বলেন, আমরা রাষ্ট্র, শিক্ষার্থী ও জনসাধারণের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা এই মানববন্ধনে তিনশ‘র বেশি ভুক্তভোগী পরিবারে উপস্থিত রয়েছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি প্রধান উপদেষ্টা আটক আনসার সদস্যদের সাধারণ ক্ষমা করে মুক্তির ব্যবস্থা করুক।
প্রসঙ্গত, ২৫ আগস্ট ছাত্র-জনতার প্রতিরোধের মুখে চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরোধ করে রাখা আনসার সদস্যরা পালিয়ে যাওয়ার সময় সচিবালয় ও আশপাশের এলাকা থেকে দুই নারী সদস্যসহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।