ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৫ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:১৮, ২১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৩:২৫, ২১ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর অবশেষে বৃষ্টিতে কিছুটা স্বস্তি এসেছে রাজধানীতে।শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার পর ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি নামে।

বাংলামোটর, মিরপুর, কারওয়ান বাজার, গুলশান, বনানী, নিকেতনসহ আরো বেশ কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।আজ শনিবার সকালেও রাজধানী ঢাকায় ছিল কাঠফাটা রোদ। হঠাৎ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মেলে নগরজীবনে। গত কয়েক দিনের ভ্যাপসা গরমে একটু বৃষ্টির অপেক্ষায় ছিলেন মানুষজন। এই বৃষ্টির কারণে কমেছে দুর্ভোগ।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

জনপ্রিয়