ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়লো সাত কলেজ শিক্ষার্থীরা

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ২১ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:০৭, ২১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়লো সাত কলেজ শিক্ষার্থীরা

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে থাকা সাত কলেজের শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিযে রাস্তা ছেড়েছেন।

সোমবার (২১ অক্টোবর) রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। সাত কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ আন্দোলনের ডাক দেয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুর পৌনে চারটায় এই আল্টিমেটাম দিয়ে সাইন্সল্যাব মোড় ত্যাগ করেন।

শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনের সমন্বয়ক ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমরা মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আজকের মত আন্দোলন শেষ করছি।

যদি এর মধ্যে দাবি মানা না হয় আগামী বুধবার (২৩ অক্টোবর) আবারও আন্দোলনে নামবে বলে জানান তারা।

এর আগে শিক্ষার্থীরা সিইন্সল্যাব মোড়ে অবস্থান নিলে সড়কে তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচল করা যানবাহন ও পথচারীরা। 

দেখা গেছে, নীলক্ষেত মোড়ে দেড়শর মতো শিক্ষার্থী অবস্থান নিয়েছিলেন। তারা বিভিন্ন দিক থেকে আসা যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছেন। কেউ কেউ যাত্রী ও চালকদের সাথে বাকবিতণ্ডায়ও জড়িয়েছেন। 

শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বকশিবাজার, সাইন্সল্যাব, আজিমপুর কবরস্থানের দিকে সড়কে যান চলাচল বন্ধ ছিলো।

এর আগে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে সকাল থেকেই ঢাকা কলেজে মূল ফটকে জড়ো হন। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে ঢাকা কলেজে আসেন।

জনপ্রিয়