ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ , ১৫ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবি প্রবাসীদের

বিবিধ

মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স 

প্রকাশিত: ১৭:৫৮, ৩০ অক্টোবর ২০২৪

সর্বশেষ

বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবি প্রবাসীদের

যে কোন মূল্যে জাতীয় পতাকাবাহী বিমানের ‘ঢাকা-প্যারিস-ঢাকা’ ফ্লাইট চালুর জোর দাবি জানিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। “ফ্রান্স দর্পণ – বিডি ফার্নিচার” সংলাপে অংশ নিয়ে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ দাবি জানান। এসময় আলোচকরা সুনির্দিষ্ট তথ্য, উপাথ্য তুলে ধরে এই ফ্লাইটটি একাধারে লাভজনক ও ফলপ্রসু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

‘বিমানের ঢাকা-প্যারিস ফ্লাইট চালুর যৌক্তিকতা ও আমাদের করনীয়’ শীর্ষক আলোচনায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। ‘ফ্রান্স দর্পণ বিডি ফার্নিচার’এর উদ্যোগে উক্ত সংলাপে বক্তারা চমৎকার অভিজ্ঞতা এবং ফ্লাইটের সম্ভাব্য বাণিজ্যিক এবং কৌশলগত নানাদিক তুলে ধরেন। 

ফ্রান্স দর্পণ পত্রিকার সম্পাদক শামসুল ইসলাম এর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করীম আখঞ্জীর সঞ্চালনায় এ আলোচনা অনুষ্ঠানে অংশ নেন ইউরোভিশন নিউজ ডট কম সম্পাদক সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ,সিলেট বিভাগীয় সমাজকল্যাণ সমিতি ফ্রান্স এর সভাপতি মামুন মিয়া, বিকশিত নারী সংঘের সভাপতি সৈয়দা তওফিকা শাহেদ, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এর সভাপতি এমডি নুর, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, সামাজিক সংস্থা আইছা'র সভাপতি উবায়েদুল্লাহ কয়েছ, অমি ভয়াজের পরিচালক তানজিম হোসেন, জাতীয়তাবাদী যুব দলের আন্তর্জাতিক বিষয়ক সাবেক সম্পাদক এস এম মিল্টন সরকার, মন্ড্রিয়াল ট্রাভেলস এর পরিচালক ইব্রাহিম হাসান প্রমুখ। 
 
বক্তারা বলেন, আমাদের কমিউনিটি বিগত দুই যুগে বিশাল আকার ধারণ করেছে। বহু পরিবার এখন ফ্রান্সে বসবাস করছে। বিপুল সংখ্যক ব্যবসায়ী উদ্যোক্তা তৈরি হয়েছে। ফলে কেবল যাত্রী পরিবহন নয়, মালামাল পরিবহনের মাধ্যমেও বিমান লাভবান হতে পারে।লক্ষাধিক বাংলাদেশী অভিবাসীর এদেশে বিমানের ফ্লাইট লাভজনক না হবার কোনো কারন নেই।

বক্তারা এই দাবিকে বাস্তবরুপ দিতে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন এবং পরবর্তী করনীয় ঠিক করতে কার্যক্রম অব্যহত রাখবেন বলে সিদ্ধান্ত নেন।
 

জনপ্রিয়