বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ কে এম আব্দুল্লাহ শনিবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তিনি ২০০৮ খ্রিষ্টাব্দ থেকে ঐতিহ্যবাহী এ সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শিক্ষকদের শতভাগ বেতন, উৎসব ভাতা, অবসর সুবিধাসহ বিভিন্ন অধিকার আদায়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নির্ভীকভাবে জোরালো ভুমিকা রেখে গিয়েছেন।
তিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অবসর গ্রহণের পর বিগত ছয় মাস থেকে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি মৃত্যুর সময় স্ত্রী, তিন পুত্র, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গিয়েছেন।
এদিন সকালে মোহাম্মদপুরের গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসায় প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠানের পর মরদেহ নোয়াখালী গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
তার জানাজায় উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক নেতা প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান, অধ্যক্ষ মোহাম্মদ আজহারুল হক, বাকশিশ নেতা অধ্যাপক ইলিম মো. নাজমুল হাসান, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফ, অধ্যক্ষ জহির উদ্দিন আজম, অধ্যাপক লিয়াকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাকশিস ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদদের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার মাগফেরাত কামনা করা হয়।