ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ডাকাতির সঙ্গে শিশু অপহরণের কারণ জানাল র‌্যাব

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ১৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:০৯, ১৬ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ডাকাতির সঙ্গে শিশু অপহরণের কারণ জানাল র‌্যাব

রাজধানীর আজিমপুরে ডাকাতির পর শিশু অপহরণের ঘটনায় ৫ জন জড়িত জানিয়ে র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস বলেছেন, মুক্তিপণের জন্যই ডাকাতির সঙ্গে শিশুটিকে অপহরণ করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৪ জনকে ধরার চেষ্টা চলছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

শুক্রবার (১৫ নভেম্বর) আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঢুকে প্রায় দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। শুধু মালামাল নিয়েই ক্ষান্ত থাকেনি তারা; নিয়ে যায় সেই বাসার আট মাসের শিশু জাইফাকেও।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। শিশুটিকে উদ্ধারে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় শিশু জাইফাকে মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করে র‌্যাব। সেইসঙ্গে গ্রেফতার করা হয় ফাতেমা আক্তার শাপলা নামে অভিযুক্ত এক নারীকেও।

সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় ওিই নারী নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

অপহরণের ১ সপ্তাহ আগে শিশু জাইফার মায়ের সঙ্গে অফিসে যাতায়াত করার সময় গ্রেফতারকৃত শাপলার পরিচয় হয়। এ সূত্র ধরে শিশু জাইফার মায়ের কাছে সাবলেট ভাড়া নেন শাপলা। বাচ্চাটিকে অপহরণ করে এর মাধ্যমে টাকা নেয়াই মূল উদ্দেশ্য ছিল তার।

জনপ্রিয়