ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ডিসেম্বরের প্রথম দিনেই ডেঙ্গুতে ৬ জনের মৃ*ত্যু

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:২১, ১ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

ডিসেম্বরের প্রথম দিনেই ডেঙ্গুতে ৬ জনের মৃ*ত্যু

এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৯৪ জনের।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮২ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৯২ হাজার ৩৫১ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

রবিবার (০১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ছয়জনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে মারা গেছেন। এ ছাড়া রাজশাহী ও বরিশাল বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ১১০ ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) সর্বোচ্চ ২৩৩ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৪১, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৪০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০৪, খুলনা বিভাগে ৯১, বরিশাল বিভাগে ৬৭, রাজশাহী বিভাগে ৫৪, ময়মনসিংহ বিভাগে ৩৩, রংপুর বিভাগে ১১ ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৮ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৮৯ হাজার ৯৮৯ জন ছাড়পত্র পেয়েছে।

জনপ্রিয়