ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

হজযাত্রীদের টাকা ব্যাংকগুলোকে বিনিয়োগ না করার নির্দেশ

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১১, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

হজযাত্রীদের টাকা ব্যাংকগুলোকে বিনিয়োগ না করার নির্দেশ

দেশের ব্যাংকগুলোকে হজযাত্রীদের জমাকৃত টাকা বিনিয়োগ না করার নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (২ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়।

ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৫ খ্রিষ্টাব্দে হজে গমনের লক্ষ্যে যেসব আমানতকারী আপনার ব্যাংকে অর্থ আমানত রেখেছেন বা কোনো স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছেন এবং বর্তমানে উক্ত অর্থ হজে যাওয়ার জন্য উত্তোলন করতে চাচ্ছেন তাদের অর্থ উত্তোলনে যাতে কোনোরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে বিষয়ে আপনার ব্যাংকের সব শাখাকে নির্দেশনা দেয়া প্রয়োজন।

এতে আরো বলা হয়, আপনার ব্যাংকের বিভিন্ন শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সিসমূহের হজ কার্যক্রমের জন্য নির্ধারিত হিসাব রয়েছে।

এই ব্যাংক হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং এয়ারলাইনস টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখনো জমা দেওয়া হচ্ছে। উল্লিখিত হিসাবসমূহে জমাকৃত অর্থের প্রায় ৫০ শতাংশ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পাঠাতে হবে। সে কারণে জমাকৃত অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ করা হলো।

হজযাত্রীদের সৌদি পর্বের প্রয়োজনীয় অর্থ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত সোনালী ব্যাংক পিএলসি, রমনা করপোরেট শাখার ‘এজেন্সি পিলগ্রিমস ফান্ড পে-এবল টু সৌদি আরব’ শিরোনামের হিসাবে জমা দিতে হবে।

জনপ্রিয়