কক্সবাজারের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে দিনে দুই হাজারের বেশি পর্যটক না যাওয়া, রাত্রিযাপন, বারবিকিউ পার্টি না করা সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে রিটটি খারিজ করে দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ। সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবদুল মালেক ওই রিট আবেদন করেন।
এর আগে, গত ২৮ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব আসমা শাহীন স্বাক্ষরিত এক স্মারকে সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের দূষণ নিয়ন্ত্রণে সরকারের পাঁচটি সিদ্ধান্ত কার্যকর করতে কক্সবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়। পরে ১৮ নভেম্বর মন্ত্রণালয়ের সচিব বরাবর ২৮ অক্টোবরের নির্দেশনা প্রত্যাহার চেয়ে একটি আবেদন দেন আবদুল মালেক।
এদিকে, সোমবার (২ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো ৬৪৪ জন পর্যটক এবং ৩৭ জন স্থানীয়সহ মোট ৬৮১ জন যাত্রী বার আউলিয়া জাহাজে সেন্টমার্টিন যাত্রা করেন। এদিন মোট ৭০৪টি ট্রাভেল পাস ইস্যু করা হয়। পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা চলাকালে পর্যটকদের কাছ থেকে পলিথিন ব্যাগ সংগ্রহ করা হয়েছে এবং তাদের সুবিধার্থে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, সরকারের নতুন বিধিনিষেধ অনুযায়ী, সেন্টমার্টিনে প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক ঢুকতে পারবেন না। সেখানে রাতযাপন অনুমোদিত হবে শুধু ডিসেম্বর ও জানুয়ারি মাসে। এছাড়া, পর্যটকদের পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার নিশ্চিত করতে হবে।