ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে বসালো জিপিএস ট্র্যাকার

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৭, ৪ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে বসালো জিপিএস ট্র্যাকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য ব্যবহৃত গাড়িগুলোর অতিরিক্ত তেলের বিল প্রতিরোধে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তি স্থাপন করা হয়েছে।

জানা গেছে, জিপিএস প্রযুক্তির মাধ্যমে গাড়ির লোকেশন ট্র্যাক করা, গাড়ির তেলের খরচ, মাইলেজের হিসাব, স্পিড রিপোর্ট, ইঞ্জিনের অবস্থাসহ অনেক কিছুই নজরে রাখা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের গাড়িগুলো জিপিএস সেবার আওতায় আনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের ১৬টি গাড়িতে জিপিএস প্রযুক্তি স্থাপনে ব্যয় হয়েছে ৪৮ হাজার টাকা। আর প্রতি মাসে সার্ভিসের জন্য দিতে হবে গাড়িপ্রতি ৩৫০ টাকা। তবে সচিব ও উপদেষ্টার গাড়ি জিপিএসের আওতামুক্ত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আগে গাড়িচালক তাদের ইচ্ছেমতো দূরত্ব লিখে বিল-ভাউচার তৈরি করে তা দাখিল করতেন। কোনো স্থানের দূরত্ব পাঁচ কিলোমিটার বাড়িয়ে লেখা হলে আসা-যাওয়ায় ১০ কিলোমিটারের বিল বেশি পরিশোধ করতে হতো। এতে প্রতি মাসে মোটা অঙ্কের তেলের বিল মন্ত্রণালয়কে বহন করতে হয়েছে। তবে দুই মাস ধরে নজরদারি থাকায় বিল কম আসা শুরু হয়েছে। জিপিএস সেবার বিল মঙ্গলবার পর্যন্ত হাতে পাওয়া যায়নি। তবে জিপিএস স্থাপনের পর বিল কম আসবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব খলিল আহমেদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমিনের নির্দেশে গাড়িগুলোতে জিপিএস ট্র্যাকার স্থাপন করা হয়েছে। এতে গাড়িগুলো থেকে বাড়তি বিল প্রতিরোধ করা সম্ভব হবে।
 

জনপ্রিয়