রাজধানীর উত্তরায় লাভলীন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় আলামত নষ্টের অভিযোগে ওবায়দুল ইসলাম (৩২) নামে এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। মোট ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন নারী ও একজন পুরুষ রয়েছেন। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।
আটক ওবায়দুল ইসলাম (৩২) কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ওসি জানান, আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের ভাগিনা কবির হোসেন ভবনটির মালিক। হোটেল মালিক ও ভবন মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রেস্টুরেন্টের গ্যাসে লিকেজ থেকে আগুন লাগে। পরে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল। কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না সেখানে। ভবনটির কোনো বাণিজ্যিক অনুমোদনও ছিল না। একটি মাত্র সিঁড়ি ছিল ওই ভবনে। কোনো ফায়ার এক্সিটও ছিল না।