রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত লাভলীন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত রেস্টুরেন্টের মালিকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এ ঘটনায় এরইমধ্যে একটি মামলা হয়েছে। মামলায় লাভলীন রেস্টুরেন্টের মালিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অপরজন আলামত নষ্ট করতে চেয়েছিলেন। তাদের আদালতে পাঠানো হবে।
এদিকে, রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উত্তরার ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিন্ত্রণে আসে।
উত্তরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন জানান, ফায়ার সেফটি প্ল্যান অনুমোদন না নিয়েই ব্যবসা চালিয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লাভলীন রেস্টুরেন্ট। ছিল না পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা।