ষাটের দশকের অন্যতম কবি হাবীবুল্লাহ সিরাজীর জন্মদিন আজ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের (বুয়েট) স্নাতক হাবীবুল্লাহ সিরাজী দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। ২০১৮ খ্রিষ্টাব্দে তাকে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেয় সরকার।
হাবীবুল্লাহ সিরাজী ১৯৪৮ খ্রিষ্টাব্দের এই দিনে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক ও ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।
তিনি একাধারে কবিতা, উপন্যাস, অনুবাদ, সমালোচনা ও শিশুসাহিত্য রচনা করেছেন। আশির দশকে জাতীয় কবিতা পরিষদ গঠনে ভূমিকা রাখা হাবীবুল্লাহ সিরাজী ২০১৬ খ্রিষ্টাব্দে একুশে পদক পান।
তার আগে ১৯৯১ খ্রিষ্টাব্দে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। তিনি জাতীয় কবিতা পরিষদে নির্বাচিত সভাপতি হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২১ খ্রিষ্টাব্দের ২৪ মে রাজধানীর একটি হাসপাতালে হাবীবুল্লাহ সিরাজী মৃত্যুবরণ করেন।