বিখ্যাত কবি ও সাংবাদিক আহসান হাবীবের আজ জন্মদিন। তিনি ১৯১৭ খ্রিষ্টাব্দের এই দিনে পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। পিরোজপুর থেকে প্রবেশিকা পাস করে কিছুদিন বিএম কলেজে আইএ ক্লাসে অধ্যয়ন করেন, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে লেখাপড়া ত্যাগ করে কলকাতা গিয়ে সাংবাদিকতা পেশা গ্রহণ করেন এবং আজীবন ওই পেশাতেই নিয়োজিত ছিলেন। কলকাতায় তিনি তকবীর, বুলবুল ও সওগাত পত্রিকায় কাজ করেন।
কয়েক বছর তিনি আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্টাফ আর্টিস্ট হিসেবেও কাজ করেন। ১৯৪৭ খ্রিষ্টাব্দে দেশভাগের পর ঢাকায় এসে তিনি বিভিন্ন সময়ে আজাদ, মোহাম্মদী, কৃষক, ইত্তেহাদ প্রভৃতি পত্রিকায় সাংবাদিকতা করেন। ১৯৫৭-৬৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি ফ্রাঙ্কলিন পাবলিকেশনস-এর প্রডাকশন অ্যাডভাইজার ছিলেন। পরে তিনি কিছুদিন দৈনিক পাকিস্তানে কাজ করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত দৈনিক বাংলার সাহিত্য-সম্পাদকের দায়িত্ব পালন করেন।
আহসান হাবীব আধুনিক কাব্যধারার কবি ছিলেন। তার কাব্যচর্চার শুরু বাল্যকাল থেকেই। সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে ১৯৩৩ খ্রিষ্টাব্দে স্কুল ম্যাগাজিনে তার প্রথম লেখা একটি প্রবন্ধ ‘ধর্ম’ প্রকাশিত হয়। ১৯৩৪ খ্রিষ্টাব্দে তার প্রথম কবিতা ‘মায়ের কবর পাড়ে কিশোর’ ছাপা হয় পিরোজপুর গভর্নমেন্ট স্কুল ম্যাগাজিনে। তখন তিনি দশম শ্রেণির ছাত্র। এভাবেই তার সাহিত্যিক জীবনের শুরু।
পরে দেশ, মোহাম্মদী, বিচিত্রা প্রভৃতি পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়। আহসান হাবীবের প্রথম কবিতার বই রাত্রিশেষ প্রকাশিত হয় ১৯৪৭ খ্রিষ্টাব্দে। তার অন্যান্য কাব্যগ্রন্থ ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো, দুহাতে দু আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইতাদি। তার দুটি বিশিষ্ট উপন্যাস হলো অরণ্য নীলিমা ও রাণীখালের সাঁকো। এ ছাড়া তার কয়েকটি উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ: জ্যোৎস্না রাতের গল্প, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে ইত্যাদি।
মধ্যবিত্তের সংকট ও জীবনযন্ত্রণা আহসান হাবীবের কবিতার মুখ্য বিষয়। সামাজিক বাস্তবতা, মধ্যবিত্ত শ্রেণির সংগ্রামী চেতনা এবং সমকালীন যুগযন্ত্রণা তার কবিতায় শিল্পসম্মতভাবে পরিস্ফুটিত হয়েছে। তার ভাষা ও প্রকাশভঙ্গিতে নাগরিক মননের ছাপ আছে। সাহিত্যসাধনার স্বীকৃতিস্বরূপ তিনি ইউনেস্কো সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, নাসিরউদ্দীন স্বর্ণপদক, একুশে পদক, আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার এবং আবুল কালাম স্মৃতি পুরস্কার লাভ করেন। ১৯৮৫ খ্রিষ্টাব্দের ১০ জুলাই কবি আহসান হাবীব মৃত্যুবরণ করেন।