গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি কারখানা একাধিক কারণ দেখিয়ে স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১ মে থেকে কারখানাগুলো স্থায়ীভাবে বন্ধ হবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে কোনাবাড়ী, জরুন এলাকার কেয়া গ্রুপের কারখানা ফটকে প্রতিষ্ঠানের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও
কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট ডিভিশন) স্বাক্ষরিত একটি নোটিশ টাঙানো হয়েছে।
কর্তৃপক্ষের দেয়া নোটিশে উল্লেখ করা হয়, কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট গার্মেন্টস ডিভিশন, নিটিং বিভাগ, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন) ও কেয়া ইয়ার্ন মিলস লি. (জরুন, কোনাবাড়ী, গাজীপুর)-এর শ্রমিক ও কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ততা ও কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতার জন্য আগামী ১ মে কারখানার সব কর্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো। শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইনের বিধি অনুযায়ী সব পাওনা কারখানা বন্ধের পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে।
এর আগে, গত ২৯ ও ৩০ ডিসেম্বর কেয়া গ্রুপের শ্রমিকরা নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করে কারখানা বন্ধের কথা জানালে শ্রমিকরা ফের বিক্ষোভ শুরু করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহয়তায় মালিক-শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে দাবিগুলো মেনে নেয় মালিকপক্ষ। দাবির পরিপ্রেক্ষিতে সাময়িক বন্ধ থাকা কারখানা ১ জানুয়ারি খুলে দিয়ে আবার আজ নতুন করে স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, কেয়া গ্রুপে বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ ছিল। পরে মালিকপক্ষ বেতন বুঝিয়ে দিয়েছে। পরবর্তীতে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়ে তা প্রত্যাহার করে। আজ আবারও স্থায়ীভাবে কারখানা বন্ধ ঘোষণার নোটিশ দিয়েছে বলে জানা গেছে।