ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চলে গেলেন অর্থনীতিবিদ আনিসুর রহমান

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ৫ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

চলে গেলেন অর্থনীতিবিদ আনিসুর রহমান

বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য, অর্থনীতিবিদ, রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও লেখক অধ্যাপক মো. আনিসুর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আনিসুর রহমান বার্ধক্য জনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, আনিসুর রহমান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইডি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। ১৯৭৫ খ্রিষ্টাব্দের পর তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) যোগদান করেন। তিনি সেখানে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন করেন। পরে তিনি দেশে ফিরে নিজেকে লেখালেখিতে নিয়োজিত করেন।
 

জনপ্রিয়