ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সারাদেশে আবারো বেড়েছে শীতের তীব্রতা

বিবিধ

প্রকাশিত: ১১:৩০, ৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ১২:১৬, ৮ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

সারাদেশে আবারো বেড়েছে শীতের তীব্রতা

রাজধানীসহ সারাদেশে আবারো নেমেছে তাপমাত্রার পারদ। সকাল থেকেই নেই সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঠাণ্ডার তীব্রতা আরো বেড়েছে।

আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে, বুধবার (৮ জানুয়ারি) থেকে আগামী একসপ্তাহ দেশে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। যার প্রভাবে, ঢাকাসহ অন্যান্য জেলাগুলোয় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। কনকনে ঠান্ডা হাওয়া বইছে।

কর্মব্যস্ত দিন হওয়ায়, শীত উপেক্ষা করেই ভোর থেকে কাজে বেরিয়েছেন খেটে খাওয়া মানুষ। বিপাকে পড়েছে স্কুল ও অফিসগামী মানুষেরা। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগবালাই। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও প্রবীণ। তাই, তাদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এমন পরিস্থিতি মাসজুড়েই থাকবে। সেই সঙ্গে এ মাসেই রাজধানীসহ দেশজুড়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথাও বলেছে সংস্থাটি। এতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, জানুয়ারিতে দক্ষিণ বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি (৬-৮° সে.) থেকে তীব্র (৪-৬° সে.) এবং দেশের অন্যত্র দুই থেকে ৩টি মৃদু (১০-৮° সে.) থেকে মাঝারি (৬-৮° সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

জনপ্রিয়