ভুল চিকিৎসার অভিযোগে মামলা দায়ের করার পর এক নারী চিকিৎসককে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর এলিফেন্টরোডের নিজ বাসা থেকে ডা. শাহেদারা বেগম নামের ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়।
জানা গেছে, অভিযুক্ত চিকিৎসক ধানমন্ডিস্থ বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ। গতকাল বুধবার রাত ১১টার দিকে তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়।[inside-ad]
তার বিরুদ্ধে করা অভিযোগ থেকে জানা গেছে, গত মঙ্গলবার দেড় বছর বয়সী এক শিশুর চোখে তিনি ভুল অপারেশন করেন। শিশুর বাম চোখে সমস্যা থাকলেও ওই চিকিৎসক প্রথমে ডান চোখে অপারেশন করেন। বিষয়টি পরিবারের সদস্যদের চোখে পড়লে কর্তব্যরত চিকিৎসককে জানান তারা। এতে দুঃখ প্রকাশ করে ফের চিকিৎসার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় শিশুটিকে।
এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন শিশুটির স্বজনেরা।