বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার এবং দৈনিক শিক্ষার উপদেষ্টা সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নানের ৮০তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৫ খ্রিষ্টাব্দের ১৮ জানুয়ারি খুলনা শহরে জন্মগ্রহণ করেন এই প্রবীণ শিক্ষক নেতা।
অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান স্কুল জীবনে খুলনার সেন্ট জোসেফ হাই স্কুলে পড়াশুনা করেন। এরপর খুলনার সরকারি বি এল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। খুলনার সোহরাওয়ার্দী কলেজে প্রায় ৩৮ বছর অধ্যক্ষ হিসেবে ছিলেন।
দেশের বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তকরণ, সার্ভিস রুল, কল্যাণ ও অবসর সুবিধাসহ নানা উন্নতিতে বিভিন্ন সরকারের সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। দৈনিক শিক্ষাডটকম পরিবারের পক্ষ থেকে অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান স্যারকে জন্মদিনের শুভেচ্ছা।