রাজধানীর বনানীতে সিএনজি অটোরিকশার চালকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। এতে উত্তরা-কাকলী থেকে মহাখালীগামী রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বনানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনের রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করেন তারা। এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।
এতে বলা হয়, সিএনজি চালকরা বিভিন্ন দাবি নিয়ে বনানী বিআরটিএ অফিসের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে উত্তরা-কাকলী থেকে মহাখালীগামী রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।