ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

একুশের প্রথম  নাটক মুনীর  চৌধুরীর ‘কবর’  

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২:২৭, ২ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৩:১৮, ২ ফেব্রুয়ারি ২০২৩

সর্বশেষ

একুশের প্রথম  নাটক মুনীর  চৌধুরীর ‘কবর’  

একুশের প্রথম নাটক কবর। রচয়িতা মুনীর চৌধুরী। ভাষা আন্দোলনে জড়িত থাকায় ১৯৫২ খ্রিষ্টাব্দে তাকে বন্দি করে কারাগারে রাখা হয়। ভাষা আন্দোলনের কারণে গ্রেফতার হয়ে ওই জেলে তখন আরো ছিলেন রণেশ দাশগুপ্তসহ অনেক লেখক- সাংবাদিক। 

রণেশ দাশগুপ্ত এক সেলে। অন্য সেলে আটক মুনীর চৌধুরী। একদিন রণেশ দাশগুপ্ত ভাষা আন্দোলনের ওপর একটি নাটক লিখে দেওয়ার অনুরোধ জানিয়ে একটি চিরকুট পাঠালেন মুনীর চৌধুরীর কাছে। পরিকল্পনা ছিলো, প্রথম শহীদ দিবসে রাজবন্দিরাই নাটকটি মঞ্চস্থ করবেন। যেহেতু জেলে মঞ্চসজ্জা ও আলোর ব্যবস্থা করা যাবে না, তাই মুনীর চৌধুরীকে বলা হয়, নাটকটি এমনভাবে লিখতে, যাতে খুব সহজে জেলেই এটি অভিনয় করা যায়। মুনীর চৌধুরী ১৯৫৩ খ্রিষ্টাব্দের ১৭ জানুয়ারি নাটক লেখা শেষ করেন। ওই বছরেরই ২১ ফেব্রুয়ারি, রাত ১০টায় জেলকক্ষগুলোর বাতি নিভিয়ে দেওয়ার পর হ্যারিকেনের আলো- আঁধারিতে কবর নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। অভিনয়ে অংশ নেন বন্দী নলিনী দাস, অজয় রায় প্রমুখ।

জনপ্রিয়