ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু

বিবিধ

আমাদের বার্তা, গাজীপুর

প্রকাশিত: ০৯:৪১, ২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে তাবলিগ জামায়াতের মুরব্বি মাওলানা মো. জুবায়ের এই দোয়া মোনাজাত শুরু করেন। এর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে প্রথম ধাপের ইজতেমা।

বিশ্ব ইজতেমার আয়োজক তাবলীগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে আজ রোববার ভোর থেকেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে জড়ো হতে থাকেন মুসল্লিরা। শুরায়ী নেজাম বা জুবায়ের অনুসারীরা আশা করছেন, প্রথম পর্বের আখেরি মোনাজাতে অন্তত ৫০ লাখ মুসল্লি সামিল হয়েছেন।

এদিকে, ইজতেমা ময়দানে ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ান। বয়ানে ইসলামের নানা বিষয়ে করা হচ্ছে আলোচনা। ধর্মীয় বয়ান করেছেন ভারতের মাওলানা আব্দুর রহমান। এরপর হেদায়াতী বয়ান করেছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

প্রথম পর্বের এই ইজতেমায় অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। আছেন বিদেশি মুসল্লিরাও। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন তারা।

এবারের বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ে নেজামের অধীনে ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে।

৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।।

জনপ্রিয়