ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শহরজুড়ে কুয়াশার চাঁদর

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১০:২৮, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:৫১, ২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

শহরজুড়ে কুয়াশার চাঁদর

প্রকৃতির খেয়ালিপনায় ভরা মাঘেও শীতের দেখা নেই। এমন হাসপাসের মধ্যেই ২ ফেব্রুয়ারি রোববার সকালের চিত্রটা একটু ভিন্ন ভাবে ধরা দিয়েছে নগরবাসীর কাছে। ভোর থেকেই শহরজুড়ে কুয়াশার চাদর। যে প্রকৃতি ঢাকাকে মোড়িয়ে দিয়েছে কুয়াশার চাদড়ে। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় একটু দূরের জিনিস দেখতেও বেগ পেতে হচ্ছে। লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এছাড়া মাঘের শেষে হঠাৎ ঘন কুয়াশার কারণে সকালে শীত একটু বেশি অনুভূত হচ্ছে।

রোববার (২ ফেব্রুয়ারি) ভোর থেকেই তীব্র কুয়াশায় ছেয়ে যায় পুরো শহর। সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সকাল ৯টা পর্যন্তও দেখা মেলেনি সূর্যের।

গত কয়েকদিনে দেশের রংপুর বিভাগ ছাড়া অন্যান্য স্থানে দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে। এতে করে শীতের অনুভূতিও অনেকটাই কমে গেছে। রাজধানী ঢাকায় বেড়েছে দিন ও রাতের তাপমাত্রা।

শনিবার (১ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। ঢাকার তাপমাত্রা ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে কোথাও কোথাও ঘন কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, দুদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী সোমবার বা মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে পারে।

জনপ্রিয়