শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নিযুক্ত হয়েছেন জাকারিয়া মন্ডল। এর আগে তিনি একই পত্রিকার প্রধান বার্তা সম্পাদক পদে ছিলেন।
দৈনিক দিনকাল, দৈনিক যায়যায়দিন ও বাংলানিউজসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে।
দেড় যুগের মূলধারার সাংবাদিকতা ছাড়াও প্রত্নতত্ত্ব, নদী ও পর্যটন বিষয়ে ফ্রিল্যান্স গবেষক হিসেবে খ্যাতি রয়েছে জাকারিয়া মন্ডলের।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক এবং শান্তি ও সংঘর্ষ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ শেষে সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে নেপাল, বাহরাইন, বোর্নিও, মালয়েশিয়া, ত্রিপুরা, কলকাতায় সংবাদ সংগ্রহের কাজে যাওয়ার অভিজ্ঞতা অর্জন করেন।
ভ্রমণ বিষয়ক বইয়ের রাজ্যেও দখল রয়েছে জাকারিয়ার। ঝরঝরে ভাষা, নিখুঁত বর্ণনা, সরেজমিন পর্যবেক্ষণ এবং ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পৌরাণিক তথ্যসম্ভারের আলোকে রচিত ভ্রমণালেখ্যগুলো নিয়ে জাকারিয়া মন্ডলের প্রথম গ্রন্থ ‘পাহাড়ের ভাঁজে মহাকাব্য’ প্রকাশিত হয় ২০১৯ খ্রিষ্টাব্দের একুশে বইমেলায়। একই বছর আরেক ভ্রমণ গ্রন্থ ‘বাড়ির পাশে তীর্থ, যাতে উন্মোচিত হয়েছে চারপাশের জানা ভূগোলের অজানা ইতিবৃত্ত। এর পরে নদী অঞ্চলের ইতিবৃত্ত প্রকাশ হয় ২০২০ খ্রিষ্টাব্দেরর গ্রন্থমেলায় এবং গত বছরের মেলায় ‘সুন্দর বনের বাঁকে বাঁকে’ প্রকাশিত হয়।