ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ধনবাড়ীতে পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক-পলিথিন বর্জনবিষয়ক আলোচনা 

বিবিধ

আমাদের বার্তা, টাঙ্গাইল 

প্রকাশিত: ১৭:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

ধনবাড়ীতে পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক-পলিথিন বর্জনবিষয়ক আলোচনা 

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই- এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় প্লাস্টিক ও পলিথিন বর্জন এবং পরিবেশ সুরক্ষাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্থানীয় সরকারি নওয়াব ইনস্টিটিউশনের আয়োজনে স্কুল মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এস এম আব্দুল আলীমের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন
ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ বাবুল হাসান। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ বাবুল হাসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতারা। 

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, পলিথিন আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। স্বাভাবিকভাবেই পলিথিন পচনশীল দ্রব্য নয়। ব্যবহৃত পলিথিনের পরিত্যক্ত অংশ অনেক বছর ধরে অপরিবর্তিত ও অবিকৃত থেকে মাটি ও পানি ইত্যাদি দূষিত করে। পলিথিন মাটির উর্বরতা হ্রাস করে এবং মাটির গুণাগুণ পরিবর্তন করে ফেলে। 

তিনি বলেন, পলিথিন পোড়ালে এর উপাদান পলিভিনাইল ক্লোরাইড পুড়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়ে বায়ু দূষিত করে। এছাড়া পলিথিনের ব্যাগ ও অন্যান্য জিনিস শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 

প্লাস্টিক দূষণের ব্যাপকতা ব্যাখ্যা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, ব্যাপক ব্যবহারে সারাদেশের খাল-বিল, নদী-নালা থেকে শুরু করে সমুদ্র্র পর্যন্ত প্লাস্টিক ছড়িয়ে পড়ছে। এতে করে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এগুলো মাছের মাধ্যমে মানবদেহে প্রবেশ করছে আর মানুষের চর্মরোগসহ মারাত্মক ক্যান্সার পর্যন্ত হচ্ছে। সে কারণে এখন থেকেই আমরা পলিথিন ও প্লাস্টিক ব্যবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করি।

জনপ্রিয়