![কুয়াশাচ্ছন্ন ঢাকা! কুয়াশাচ্ছন্ন ঢাকা!](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/weather-2502110328.jpg)
গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা কম থাকলেও আজ মঙ্গলবার ভোর থেকেই রাজধানী ঢাকা কুয়াশার চাদরে ঢাকা।
সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। হালকা শীতের মধ্যে এমন কুয়াশা নগর জীবনে অন্যরকম আমেজ তৈরি করেছে।গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
এছাড়া আগামী পাঁচদিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।