ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ২৮ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সিলেট-হবিগঞ্জের চা বাগানে প্রুনিং শুরু

বিবিধ

আমাদের বার্তা, সিলেট

প্রকাশিত: ১৬:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

সিলেট-হবিগঞ্জের চা বাগানে প্রুনিং শুরু

সিলেটের চা বাগানগুলোতে সবুজের সমারোহ এবং সৌন্দর্যের ফিরিয়ে আনতে বাগান কর্তৃপক্ষ প্রুনিং পদ্ধতি শুরু হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও সিলেটের লাক্কাতুরা, এয়ারপোর্ট, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, হবিগঞ্জের সব কয়েকটি চা বাগানে প্রুপিংয়ের কার্যক্রম চালু করা হয়েছে। 

প্রুনিং পদ্ধতি
গাছকে দীর্ঘস্থায়ী ও সতেজ রাখতে চা গাছের ছাঁটাই পদ্ধতিকে প্রুনিং বলা হয়। বছর শেষে স্বাভাবিক নিয়মেই প্রতিটি বাগানের চা গাছের পাতা উৎপাদন সক্ষমতা কমে আসে। সে কারণে নতুন বছরের শুরুতে চায়ের উৎপাদন স্বাভাবিক রাখতে সিলেটসহ মৌলভীবাজার ও হবিগঞ্জের সব বাগানের সেকশন জুড়ে প্রুনিং শুরু হয়েছে।

প্রতি বছর মার্চ মাসের শুরু থেকে প্রায় নয় মাস ধরে চা উৎপাদন প্রক্রিয়া চালু থাকলেও ডিসেম্বরে এসে তা বন্ধ হয়ে যায়। ঠিক সেই সময় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস জুড়ে বাগানগুলোতে চায়ের উৎপাদন সক্ষমতা বাড়াতে ছাঁটাই কাজ করা হয়।

এরপর গাছের গোড়ার আগাছা পরিষ্কার করে সার প্রয়োগ করা হয়। পরে বর্ষাকালে বৃষ্টির পানি পেয়ে গাছ সতেজ হয়ে কচি পাতায় ভরে ওঠে। নিয়ম অনুযায়ী মার্চ বা এপ্রিলে নতুন পাতা চয়ন শুরু হবে।


মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন চা বাগানে গিয়ে দেখা যায়, চা গাছে কচিপাতার উৎপাদন বাড়ানো ও গাছকে সুস্থ রাখতে প্রুনিং কাজে ব্যস্ত সময় পার করছেন চা-শ্রমিকেরা।

জনপ্রিয়