![শেষকৃত্যে যাওয়া হলো না নমিতার, নিজেই ফিরলেন লাশ হয়ে! শেষকৃত্যে যাওয়া হলো না নমিতার, নিজেই ফিরলেন লাশ হয়ে!](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/pabna-2502111056.jpg)
এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামে শেষকৃত্যের অনুষ্ঠানে অটোরিকশায় করে যাচ্ছিলেন নমিতা রানী। সেই অনুষ্ঠানে তার আর যাওয়া হলো না। ইটবোঝাই ট্রলি প্রাণ কেড়ে নিলো নমিতা রানী ও তার এক সহযাত্রীর প্রাণ।
নমিতা রানী (৪৫) পাবনার আমিনপুর থানার চরকান্দি এলাকার প্রশান্ত কুমার সূত্রধরের স্ত্রী। অপর নিহত মামুন হোসেন (৩২) বগুড়ার শেরপুর উপজেলার পাকুরাপাড়া এলাকার মৃত বাদশার ছেলে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের মহিষাকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিএনজিচালিত অটোরিকশাটি কাশীনাথপুর থেকে যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের মহিষাকোলা এলাকায় পৌঁছালে ইটবোঝাই একটি ট্রলি পেছন থেকে অটোরিকশা থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নমিতা রানী ও মামুন হোসেন নিহত হন।
এ ঘটনায় অটোরিকশায় থাকা প্রশান্ত কুমার সূত্রধর এবং ওয়ারেচ চৌধুরি গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় ওয়ারেচ চৌধুরিকে চিকিৎসার জন্য তার স্বজনেরা ঢাকায় নিয়ে গেছেন।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানিয়েছেন, ট্রলিচালক ও তার সহকারী ট্রলি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।