![গবেষক এজাজ ঢাকা উত্তর সিটির প্রশাসক গবেষক এজাজ ঢাকা উত্তর সিটির প্রশাসক](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/ajaj-2502121522.jpg)
নদী, নগর উন্নয়ন এবং পরিবেশ গবেষক ও সংগঠক মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ২৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের কাছে পাঠানো এক চিঠিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে প্রশাসক হিসেবে নিয়োগের সুপারিশ করেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৯ আগস্ট ঢাকার দুই সিটিসহ মোট ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। একই দিন পৃথক এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়।
নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ আজ বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করবেন।
দৈনিক আমাদের বার্তাকে তিনি বলেছেন, স্থবির হয়ে পড়া উত্তর সিটি করপোরেশনের ব্যাপক সংস্কার করা হবে। আমরা ঢাকা সিটিকে যতোটা সম্ভব বাসযোগ্য করে তোলার চেষ্টা করবো।
বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বিশ্বদ্যিালয়ের শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা মোহাম্মদ এজাজ বর্তমানে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান। ঢাকার নদী ও জলাশয়, বাংলাদেশের নদ-নদী ও পরিবেশ, নদীজীবী সম্প্রদায় ইত্যাদি বিষয়ে বেশ কিছু উল্লেখযোগ্য গবেষণা কাজ পরিচালনা করেছেন। তার প্রকাশিত কয়েকটি গ্রন্থ গবেষক মহলে সাড়া ফেলেছে। তার ন্যায্যনগরের ধারণা ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত। নগর কৃষি নিয়েও তার উল্লেখযোগ্য গবেষণা কাজ রয়েছে।
আগামী এক বছর তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তার এই নিয়োগে ঢাকার পরিবেশ কর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।