ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জ্যোতির্বিবিদ নিকোলাস কোপার্নিকাসের জম্মদিন আজ

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮:৩০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

জ্যোতির্বিবিদ নিকোলাস কোপার্নিকাসের জম্মদিন আজ

নিকোলাস কোপার্নিকাস ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। তিরি ১৪৭৩ খ্রিষ্টাব্দের এই দিনে পোল্যান্ড সম্রাজ্যের রয়েল প্রুসিয়া প্রদেশের থর্ন শহরে জন্মগ্রহণ করেন। তিনিই সর্বপ্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতবাদ দেন। যেখানে তিনি পৃথিবী নয়; বরং সূর্যকে সৌরজগতের মূল কেন্দ্র হিসেবে উল্লেখ করেন এবং ১৮শ শতকের আগে এমন একটি মডেল প্রণয়ন করেন, যখন চারদিকে টলেমী ও এরিস্টটলীয় মতবাদ চলছিলো।

তার বাবা কারাকোর একজন বণিক ছিলেন এবং তার মা ছিলেন তোরনের একজন ধনী বণিকের কন্যা। নিকোলাস চার ভাই বোনের মধ্যে সবার চেয়ে ছোট ছিলেন। তার বড় ভাই এন্দ্রু ফ্রনবার্গের একজন অগাস্টিয়ান কেনন ছিলেন। তার বড় বোনের নাম ছিলো বারবারা, তার মায়ের নামের সাথে মিলিয়ে। তার বোন ছিলো একজন মঠবাসিনী বা সন্নাসী। কোপার্নিকাস কোনো বিয়ে করেননি। তবে ১৫৩১ থেকে ১৫৩৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত তার আনা সিলিং নামে এক গৃহকর্মীর সাথে সম্পর্ক ছিলো।

কোপার্নিকাসের বাবার পরিবারের আদিনিবাস ছিলো নেয়াসের কাছে সিলেসিয়া নামক একটি গ্রামে। তবে গ্রামের নাম পরবর্তিতে বিভিন্ন কারণে বিভিন্নভাবে পরিবর্তিত হতে থাকে, যেমন-কপার্নিক, কোপার্নিস, কোপের্নিক এবং তা কোপের্নিকি নামে পরিচিত। ১৪শ শতাব্দীতে পরিবারটি সিলেসিয়া শহর থেকে পোল্যান্ডের রাজধানীর দিকে আসতে শুরু করে।

কোপার্নিকাসের মা ছিলেন তোরণের রাজনীতিবীদ এবং শহরের মেয়র লুকাস ওয়াটজেনরোদে ও কাটারজিনা (ক্যাথরিন) এর কন্যা। ১২৭১ খ্রিষ্টাব্দ থেকে পোল্যান্ডের ইতিহাসের সঙ্গে জড়িত আছে। ওয়াটজেনোরদে পরিবারটিও কোপার্নিক পরিবারের মতো সিলেসিয়া গ্রামের নিকটবর্তী সুইউনিকা থেকে এসেছিলো এবং ১৩৬৩ খ্রিষ্টাব্দ থেকে স্থায়ীভাবে বসবাস শুরু করে তরনে।

কোপার্নিকাস ল্যাটিন ও জার্মান ভাষায় সমান দক্ষ ছিলেন। তিনি পোলিশ, গ্রিক এবং ইটালিয়ান ভাষাতেও কথা বলতে পারতেন। তবে তিনি কাজ করেছেন বেশিরভাগ ল্যাটিন ভাষায়। কারণ, তখনকারদিনে ইউরোপের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ল্যাটিন ভাষা ব্যবহৃত হতো।

তার শৈশবের সময় ১৪৮০ খ্রিষ্টাব্দে তোরনে একবার তার বাবার নাম নিকোলাস কোপেরনিইগক সংগ্রহ করা হয়। কারাকাওতে তিনি ল্যাটন ভাষায় নিজের নাম নিকোলাস, নিকোলাসে পুত্র নিবন্ধন করেন। ১৪৯৬ খ্রিষ্টাব্দে তিনি নাটিও জার্মান সংগঠনে তার নাম ডমিনাস নিকোলাস কোপার্নিক নিবন্ধন করেন।

নিকোলাস কোপার্নিকাসের বাবার মৃত্যুর পর তার মামা লুকাস ওয়াটজেনোরোদের ইয়ং নিজে তার সব দায়িত্ব নেন এবং তার শিক্ষা ও কর্মজীবনের দায়িত্বও নিজের কাধে তুলে নেন। ওয়াটজেনোরোদে পোল্যান্ডের সকল জ্ঞানীলোকদের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন এবং তাদের মধ্যে এক বন্ধু ছিলো ইতালিয়ান বংশোদ্ভুত এক প্রভাবশালী ফিলিপ বোনাক্রসি। কোপার্নিকাসের শৈশবের পড়ালেখার কোনো প্রমাণাদি পাওয়া যায়নি। তবে কোপার্নিকাসের জীবনী লেখক মনে করেন যে, ওয়াটজেনরোদে তোরনে তাকে প্রথমে সেন্ট জন বিদ্যালয়ে পাঠিয়েছিলেন। আর্মিটাজের মতে তিনি পরে ক্যাথোড্রল বিদ্যালয়ে ভর্তি হন যা পরবর্তিতে কারাকাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সাহায্য করে। ১৪৯৩-৯৪ খ্রিষ্টাব্দের শীতকালীন সেমিস্টারে তার ভাই এন্ড্রুর সাথে কারাকাও বিশ্ববিদ্যালয় শুরু করেন। কোপার্নিকাস কলা বিভাগে ভর্তি হন। তিনি সব ধরনের জ্যোতির্বিদ্যা সম্পর্কিত ক্লাস করতেন। এদের মধ্যে বার্নাড অব বিস্কুপে, ওজচিক ক্রিপা, অন্যতম। এছাড়া জান অব গ্লোগো, মাইকেল রোকলা, ওজচিকনিউই এবং মারচিন বেলিকার জ্যোতির্বিদ্যার ক্লাসে অংশগ্রহণ করতেন।

ইতালিতে পড়ালেখা শেষ করে ৩০ বছরের কোপারনিকাস আবার ওয়ারমিয়াতে ফিরে আসেন যেখানে জীবনের বাকি ৪০ বছর কাটিয়েছিলেন। এ ছাড়া কারাকও এবং পুরুসিয়ান শহরগুলির আসে পাশে ঘুরেবেরিয়ে ছিলেন। ১৫৪২ খ্রিষ্টাব্দের শেষ দিকে কোপার্নিকাস হঠাৎ প্যারালাইসিস রোগে আক্রান্ত হন এবং ১৫৪৩ খ্রিষ্টাব্দের ২৪ মে ৭০ বছর বয়সে মারা যান।

জনপ্রিয়