ঢাকা রোববার, ০৯ মার্চ ২০২৫ , ২৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির মধ্যে সং*ঘর্ষ, আ*হত ৫

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ৮ মার্চ ২০২৫

সর্বশেষ

বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির মধ্যে সং*ঘর্ষ, আ*হত ৫

পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জাতীয় নাগরিক পার্টির নেতার মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ নেতা-কর্মী আহত হয়েছে। 

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. ইমরান শেখ (২৩), শাহনেওয়াজ অভি (২৬) এবং মো. মুঈন উদ্দিন (২৭) এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি (২৯) এবং তার ভাই সানজিদ (১৯) এর মধ্যে হামলার ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সানি অভিযোগ করে বলেন, হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ করে আক্রমণ করে। যখন তিনি আত্মরক্ষার চেষ্টা করেন, তখন তার ভাই সানজিদকেও মারধর করা হয়। এ হামলার ফলে সানির পিঠ ও হাত এবং সানজিদের গলা ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুঈন উদ্দিন বলেন, সাধারণত আমরা তারাবির নামাজ শেষে পুরান বাসস্টান্ডে চা খেতে আসি, আজকে হঠাৎ কোথা থেকে সানি এসে আভিকে বাজে কথা বলে এবং কমিটি আনলি না এমনটা উচ্চ-বাচ্য কথা বলে। এক সময় ওরা আমাদের ওপর হামলা করে।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. রাজীব পাইক জানান, আহতদের মধ্যে সানির আঘাতের পরিমাণ বেশি। এক্স-রে রিপোর্টের মাধ্যমে তার আঘাতের প্রকৃত সম্পর্কে বিস্তারিত জানা যাবে। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সোবাহান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়