
দেশব্যাপী ধর্ষকদের শাস্তির প্রতিবাদে রাজপথ যখন উত্তাল এমন সময় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৮ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। ওই নারী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, ‘ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ভুক্তভোগীর বরাত দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মোশারফ হোসেন মিয়া জানান, শনিবার রাতে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
তিনি বলেন, ‘ওই নারী স্বামীর সঙ্গে অভিমান করে শনিবার বিকালের দিকে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকায় আসেন। পরে সদরঘাট থেকে পোস্তগোলা আসার পর তাকে থাকা ও খাওয়ানোর কথা বলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হাতেনাতে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।’