ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রোজার নিয়ত ও ইফতারের দোয়া

বিবিধ

শামসুদ্দীন সাদী, আমাদের বার্তা

প্রকাশিত: ১৬:৫৩, ১১ মার্চ ২০২৫

সর্বশেষ

রোজার নিয়ত ও ইফতারের দোয়া

রোজার নিয়ত

রোজার নিয়ত করা ফরজ। নিয়ত অর্থ সংকল্প। যেমন, মনে মনে এ সংকল্প করবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখছি। মুখে বলা জরুরি নয়। মুখে রোজার নিয়ত করতে চাইলে আরবিতে এভাবে বলতে পারে : নাওয়াইতু আন আছুমা গাদান, মিন শাহরি রামাযানাল মোবারাক, ফারযান লাকা ইয়া আল্লাহ, ফাতাকাব্বাল মিন্নি, ইন্নাকা আনতাস সামিউল আলিম।’ আরবিতে না পারলে বাংলায় এভাবে বলতে পারে : আমি আগামীকাল পবিত্র রমজান মাসের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজার নিয়ত করছি। তুমি আমার পক্ষ থেকে তা কবুল কর, নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ফরজ রোজার নিয়ত রাতেই করা উত্তম। রাতে নিয়ত করতে না পারলে দিনে দ্বিপ্রহরের প্রায় এক ঘণ্টা আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। পুরো রমজানের জন্য একত্রে নিয়ত করা যথেষ্ট নয়; বরং প্রত্যেক রোজার জন্য পৃথক নিয়ত করতে হবে। নিয়তের সময় শুরু হয় পূর্বের দিনের সূর্যাস্তের পর থেকে। সুতরাং মঙ্গলবারের রোজার নিয়ত সোমবার মাগরিবের পর থেকে মঙ্গলবার দ্বিপ্রহরের ঘণ্টা খানেক পূর্ব পর্যন্ত করা যাবে।

সাহরি

সাহরি খাওয়া সুন্নত। পেট ভরে খাওয়া জরুরি নয়। এক ঢোক পানি পান করলেও সাহরি খাওয়ার সুন্নত আদায় হবে। সুবহে সাদিকের কাছাকাছি সময়ে সাহরি খাওয়া মুস্তাহাব। তবে এত দেরি করা মাকরুহ যে, সুবহে সাদিক আরম্ভের আশঙ্কা হয়।

ইফতার

দেরি না করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা মুস্তাহাব। খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে খেজুর আছে সে খেজুর দ্বারা ইফতার করবে। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে। কেননা পানি হলো পবিত্র। (তিরমিজি শরিফ, হাদিস নং ৬৯৪)

ইফতারের সময় দোয়া কবুল হয়। তাই ইফতারের সময় বেশি বেশি দোয়া করব। নিজের মঙ্গলের জন্য, পাপমোচনের জন্য, পিতামাতার জন্য, সন্তানাদির জন্য, সর্বোপরি সমস্ত মুসলমানের কল্যাণের জন্য দোয়া করব।

ইফতার গ্রহণের সময় এই দোয়া পড়ব : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বাংলায় এভাবে বলব : হে আল্লাহ! তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।

লেখক : শিক্ষক ও অনুবাদক

জনপ্রিয়