
হিন্দু ধর্মীয় ব্যক্তিত্ব মনীন্দ্রনাথ গোস্বামীর ২৭তম মত্যুবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে।
গত সোমবার মনীন্দ্রনাথের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার পুখুরিয়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী শুক্রবার এ অনুষ্ঠান শেষ হবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত-শিষ্য ও আত্মীয় স্বজনকে উপস্থিত হওয়ার জন্য তার ছেলে সাংবাদিক নির্মল চক্রবর্তী অনুরোধ জানিয়েছেন।