ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক, তাঁর স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১১, ১২ মার্চ ২০২৫

সর্বশেষ

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক, তাঁর স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী মো. ওমর ফারুক চৌধুরী, তাঁর স্ত্রী নিগার সুলতানাসহ চারজনের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার এই মামলাগুলো করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ৬১ লাখ ১২ হাজার ৫৩৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ওমর ফারুকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর ৫৭টি ব্যাংক হিসাবে ৪৪৫ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৩৯ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

ওমর ফারুকের স্ত্রী নিগার সুলতানার বিরুদ্ধে ২ কোটি ২৩ লাখ ৭৭ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে বলে জানান আক্তার হোসেন। তিনি বলেন, নিগার সুলতানার ১১টি ব্যাংক হিসাবে ৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার ৮৪৩ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

এদিকে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ১১ লাখ ৬৫ হাজার ১০১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

অন্যদিকে ৪৯ লাখ ৬৮ হাজার ৬১১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহীর তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশীদের বিরুদ্ধে দুদক মামলা করেছে।

জনপ্রিয়