ঢাকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মুরগি নিয়ে কারসাজি, মিরপুরে ধরা ব্যবসায়ী

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৪, ১৪ মার্চ ২০২৫

সর্বশেষ

মুরগি নিয়ে কারসাজি, মিরপুরে ধরা ব্যবসায়ী

পাইকারি দামে মুরগি কিনে আবার খুচরা বিক্রির জন্য অতিরিক্ত মূল্যে নিজ প্রতিষ্ঠানের কাছেই বিক্রি করছে মিরপুরের এক ব্যবসায়ী। এভাবেই তিন স্তর ঘুরিয়ে বেশ চড়া দামে ভোক্তাদের কাছে মুরগি বিক্রি করছেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি তার। ধরা পড়েন ভোক্তা অধিকারের অভিযানে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, অভিযুক্ত পাইকার খুচরা ব্যবসায়ী সেজে ভোক্তাদের ঠকাচ্ছেন দীর্ঘদিন ধরেই। এর বাইরে মিরপুর এলাকার মুসলিম বাজারে পণ্য সরবরাহ ঠিক আছে, দামও নাগালের মধ্যেই আছে

শুক্রবার (১২ মার্চ) সকাল থেকেই রাজধানীর মিরপুরের ১২ নম্বর এলাকার মুসলিম বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেখা যায় বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক।

তবে ভোক্তার অভিযান পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের চোখ আটকে যায় এক মুরগির দোকানে। ক্রেতারা অভিযোগ জানান, মাপে কম দেন এ ব্যবসায়ী।

পরে ভোক্তা খুঁজে বের করে অভিনব আরেক প্রতারণা। এই প্রতিষ্ঠানটি পাইকারি ব্যবসায়ী সেজে মুরগি কিনে আনেন। পরে খুচরা বিক্রির জন্য অতিরিক্ত দামে মুরগি সরবরাহ করে নিজের প্রতিষ্ঠানেই। আর এভাবেই ক্রেতার পকেট কাটেন তারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছেন তারা। এর বাইরে বাজার পরিস্থিতি স্বাভাবিক আছে।

অবশ্য বাজারে লেবুর দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের।

জনপ্রিয়