ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঢাকা জেলা রোভারের সনদ বিতরণ

বিবিধ

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ

ঢাকা জেলা রোভারের সনদ বিতরণ

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার আয়োজিত ‘দক্ষতা অর্জন কোর্স ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান, সনদ বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। 

দক্ষতা অর্জন কোর্সে ঢাকা জেলা রোভারের আওতাধীন ছয়টি ভেন্যুতে আটটি বিষয়ে এক হাজার ১০২ জন রোভার স্কাউট প্রশিক্ষণ গ্রহণ করেছেন। অফিস ব্যবস্থাপনা বিষয়ে ৫৩৬ জন, সাংবাদিকতা বিষয়ে ১২০ জন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ৩০ জন, কৃষি কর্মী বিষয়ে ৯৭ জন, আগুন নিভানো বিষয়ে ৫৪ জন, ব্লাড ব্যাংক বিষয়ে ৩৭ জন, ক্রাইম প্রিভেনশন বিষয়ে ৮২ জন এবং ফটোগ্রাফি বিষয়ে ১৪৬ জন রোভার স্কাউট প্রশিক্ষণ গ্রহণ করেছে। 

প্রতিটি বিষয়ে সেরা তিন রোভার স্কাউট প্রশিক্ষণার্থীকে কৃতিত্বের স্মারক ও সব প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণ করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের অ্যাডহক কমিটির সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) ও  বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালাহ্ উদ্দিন, ঢাকা জেলা রোভারের কমিশনার মু. ওমর আলী,  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান।  

অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত স্কাউট ব্যক্তিত্বদের স্মরণে ও ঢাকা জেলা রোভারের সার্বিক মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক জনাব মো. মোস্তফা কামাল। অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

জনপ্রিয়