ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৪:১৪, ৩০ মার্চ ২০২৫

সর্বশেষ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে ঈদ উদযাপনের খবর পাঠিয়েছেন দৈনিক আমাদের বার্তার প্রতিনিধিরা।

ঈদ জামাতে অংশ নেয়া মুসল্লিরা জানান, পৃথিবীর কোনপ্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিলিয়ে রোজা, ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা পালন করেন চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহছুফি দরবার শরীফের অনুসারীরা। দেশের বিভিন্ন স্থানের কয়েক লাখ মানুষ প্রতিবছর এভাবে আগাম ঈদ উদযাপন করে আসছেন।

বরিশাল: সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে রোববার সকাল ৯টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে তাঁজকাঠী হাজী বাড়ি শাহছুফি জাহাগীরিয়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও নগরীর তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, হরিনাফুলিয়া এবং সদর উপজেলার সাহেবের হাট এলাকায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এরমধ্যে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরী বাড়ি শাহ মমতাজিয়া জামে মসজিদে সকাল নয়টায় ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

অপরদিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ছয়টি গ্রামের সহস্রাধিক পরিবার, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামে চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহছুফি দরবার শরীফের আড়াই হাজার অনুসারী রয়েছেন। ওইসব পরিবারগুলোতে আজ আগাম ঈদ উদযাপিত হচ্ছে।

পটুয়াখালী: জেলার ৩৫টি গ্রামে প্রায় ২৫ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরিফের জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বদরপুর দরবার শরিফের খাদেম মো. নাজমুল হোসেন বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ খ্রিষ্টাব্দ থেকে এখানকার গ্রামবাসীরা একদিন আগে রোজা রাখা শুরু করেন এবং সেই ধারাবাহিকতায় একদিন আগেই ঈদ উদযাপন করেন।

নোয়াখালী: নোয়াখালীর পাঁচটি গ্রামে রোববার সকাল ৯টায় তিন উপজেলার ১০টি মসজিদে একযোগে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। কাদেরিয়া তরিকার অনুসারী লক্ষ্মীনারায়ণপুর, হরিণারায়নপুর, বসন্তবাগ ও ফাজিলপুর, রামভল্লবপুর গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর একদিন আগে রোজা রাখে। 

চট্টগ্রাম: শতাধিক গ্রামে রোবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা। দরবার সূত্রে জানা যায়, মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে রোববার সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

নাজিরপুর: পিরোজপুরের নাজিরপুরে ৭ নম্বর শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের খেজুরতলা বাজারের পাশের অর্ধ শতাধিক পরিবারের সদস্যরা রোববার ঈদুল ফিতর উদযাপন করছেন। রোববার সকাল ৮টায় আল আমিন জামে মসজিদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৭ বছর ধরে এ ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে বলে জানান নামাজ পড়তে আসা মুসল্লিরা।
 

জনপ্রিয়