
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাতের কার্যক্রম। এতে অংশ নিতে বিপুলসংখ্যক মুসল্লিদের ঢল নেমেছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে দলবেঁধে মসজিদে আসেছেন।[inside-ad-1]
সরেজমিনে দেখা গেছে, সোমবার (৩১ মার্চ) সকাল ৬টার পর থেকেই এখানে মুসল্লিরা আসতে শুরু করেন। জামাত শুরুর আগেই মসজিদের মূল প্রাঙ্গণ ও বারান্দা কানায় পূর্ণ হয়ে যায়। ইমামের নামাজ পূর্ব আলোচনার জন্য অপেক্ষমাণ উপস্থিত মুসল্লিদের অনেককেই নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং তসবিহ পাঠ করতে দেখা গেছে। এছাড়া অভিভাবকদের সঙ্গে প্রথম জামাতে ঈদের নামাজ আদায় করতে অনেক শিশু-কিশোরদেরও আসতে দেখা গেছে।
এছাড়া, ঈদ উপলক্ষ্যে মসজিদ ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মসজিদে প্রবেশের প্রধান ফটক গুলোতে পোশাকধারী পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের অবস্থান দেখা গেছে।
মোহাম্মদ ইমরান নামের এক মুসল্লি বলেন, প্রতি বছর আমি এখানে ঈদের নামাজ আদায় করি। এত মানুষের সঙ্গে একসঙ্গে নামাজ পড়া এক অন্যরকম অনুভূতি। অনেক ভালো লাগা কাজ করছে।[inside-ad-2]
পুরান ঢাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন, এখানে নামাজ পড়লে ঈদের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে প্রথম জামাতের আবহ আমার কাছে খুবই আধ্যাত্মিক মনে হয়। আর আমি ছেলেবেলা থেকেই এখানে ঈদের নামাজ পড়ছি। শেষ পর্যন্ত আল্লাহ যেন আমাকে এই ঐতিহ্য ধরে রাখার তৌফিক দেন সেই প্রত্যাশা করছি।